Header Ads Widget

Responsive Advertisement

ঈদের প্যান্ট নিয়ে বাড়ি ফেরা হলোনা তাফসিরুলের!

 ঈদের জন্য কেনা নতুন প্যান্ট নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু তাফসিরুল সরদারের (১২)। পথেই ট্রাকচাপায় প্রাণ গেল শিশুটির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজারের কাছে তছির ডাক্তারের দোকানের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাফসিরুল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে সাদ্দাম সরদারের ছেলে। তারা আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসবাস করেন।
নিহত তাফসিরুলের প্রতিবেশী বেদে সবুজ মোল্লা জানান, তারা প্রায় ৪০ টি বেদে পরিবার এক মাস আগে আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসতি গড়েন। দুইদিন আগে ঈদের জন্য নতুন একটি প্যান্ট কেনে তাফসিরুল। তবে তার ওই প্যান্টটি পড়নে ঢিলা হয়। ইফতারের কিছুক্ষণ আগে সে ওই প্যান্টটি ফিটিং করার জন্য বাইসাইকেল নিয়ে স্থানীয় আলাদিপুর বাজারে দর্জির দোকানে যায়। প্যান্ট ফিটিং করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক রাজু খান জানান, ট্রাকটি ওই শিশুর মাথা ও পেটের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তার শরীর সড়কের সঙ্গে পিষ্ঠ হয়ে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।






Post a Comment

0 Comments