রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামে সকালে ইফতারে দাওয়াত দেওয়া শেষে বাড়ি ফেরার পথে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়।
শনিবার সকাল ৯ টার দিকে বাবুপাড়া ব্রিজের পশ্চিমপাশে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহ গামী শাটল ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে।
নিহত ওই নারী হলেন, উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার ইতি।
স্থানীয়রা বলেন, আজ ইতিদের বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল হবে। এর জন্য বাড়ির পাশের কয়েকজনের দাওয়াত দিতে যায় ইতি। দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। ইতির ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। কষ্টের বিষয় হলো ছোট্ট মেয়েটি এখনো মায়ের দুধ পান করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়েছি যে পাংশা থানাধীন বাবুপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা স্থানে আমাদের পুলিশের টিম রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 Comments