Header Ads Widget

Responsive Advertisement

হিজাব না খোলায় পরীক্ষার্থীর খাতা নেওয়ার অভিযোগ!

 পরীক্ষার হলে হিজাব না খোলায় চারজন ছাত্রীকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষার ছালেহিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগকারীরা বলেছেন, ‘হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসা ব্যক্তিরা চারজন হিজাব পরিহিতা ছাত্রীকে মুখ খুলতে বলেন, কিন্তু চারজন মুখ না খোলায় তাদের উত্তরপত্র কেড়ে নেন।’

জানা যায়, বাউফলের ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্র থেকে এ বছর মোট ১৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। এই কেন্দ্রের ট্যাগ অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক

উপস্থিত শিক্ষার্থীরা জানান, হঠাৎ একজন কালো পোশাক পরা পুরুষ কর্মকর্তা কক্ষে প্রবেশ করে সবাইকে মুখ দেখাতে বলেন। অনেক ছাত্রী আপত্তি জানালেও তাকে থামানো যায়নি।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজিরুল হক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজ কোনো ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে ছিলেন না। শুধু ট্যাগ অফিসার ছিলেন।’

এ ব্যাপারে কেন্দ্রের ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক বলেন, ‘কেন্দ্রের অধ্যক্ষ কয়েকজন ছাত্রীকে হিজাব খুলতে বলেছেন, তারা ভুয়া কিনা যাচাই করার জন্য।’




Post a Comment

0 Comments