ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানে গায়ের রং মাখা
শেষে পকুরের গোসল করতে নেমে বোনের মৃত্যু
বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে মিম (১১)। তবে এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় মিমের। আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠান মূহুর্তেই রূপ নেয় বিষাদে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
মিম ওই গ্রামের ড্রেজার শ্রমিক দুলাল শেখের মেয়ে। সে স্থানীয় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।
মিমের প্রতিবেশী জুয়েল মোল্লা বলেন, ‘বৃহস্পতিবার মিমদের বাড়িতে তার ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল। তাদের বাড়িতে অনেক মেহমান আসে। রান্নার সব আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মিম সকাল থেকেই গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সকাল সাড়ে ১০ টার দিকে সে ৮ থেকে ১০ জন শিশুর সঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। অন্য শিশুরা গোসল শেষে উঠে এলেও মিম আসে না। সঙ্গে থাকা অন্য শিশুরাও বিষয়টি খেয়াল করেনা। প্রায় দেড় ঘণ্টা পর মিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে দুপুর সোয়া ১২ টার দিকে পুকুরের পানির নিচে ডুবন্ত অবস্থায় মিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠান বাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে। এ ঘটনায় আমরাও খুব মর্মাহত।’

0 Comments