Header Ads Widget

Responsive Advertisement

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালের ভিন্নধর্মী এক মিলন মেলা। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিড়াল মেলার আয়োজন করে বিড়াল প্রেমীরা। মেলায় গিয়ে দেখা যায়, মিল্কী, মায়া, মিনি, আদর, পুষি, জোজো, টুকু, টাইগারসহ নানান নামের বাহারী রংয়ের পোষা বিড়াল নিয়ে মাঠে হাজির হয়েছেন বিড়াল প্রেমীরা। নাম ধরে ডাকলেই ঘাড় ফিরিয়ে সাড়া দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে বিড়ালগুলো। মেলায় গিয়ে দেখা যায়, মিল্কী, মায়া, মিনি, আদর, পুষি, জোজো, টুকু, টাইগারসহ নানান নামের বাহারি রংয়ের নিজেদের পোষা তুলতুলে আদরের বিড়াল নিয়ে মাঠে হাজির হয়েছেন বিড়াল প্রেমীরা। নাম ধরে ডাকলেই ঘাড় ফিরিয়ে সাড়া দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে বিড়ালগুলো। একটি বিড়ালের চোখে চশমা। আরেকটি বিড়ালের গলায় ঘণ্টা। পরনে দামি বেল্ট, বাহারি সাজ সজ্জা তো আছেই। কেউ বিড়ালকে আদর করছেন। কেউবা আবার ব্যস্ত সেলফি তুলতে। দেশি-বিদেশি বাহারি জাতের শতাধিক বিড়ালের অংশগ্রহণে মেলার মাঠ আনন্দের আড্ডায় রূপ নিয়েছে।

 পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালের ভিন্নধর্মী এক মিলন মেলা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিড়াল মেলার আয়োজন করে বিড়াল প্রেমীরা।

মেলায় গিয়ে দেখা যায়, মিল্কী, মায়া, মিনি, আদর, পুষি, জোজো, টুকু, টাইগারসহ নানান নামের বাহারী রংয়ের পোষা বিড়াল নিয়ে মাঠে হাজির হয়েছেন বিড়াল প্রেমীরা। নাম ধরে ডাকলেই ঘাড় ফিরিয়ে সাড়া দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে বিড়ালগুলো।

মেলায় গিয়ে দেখা যায়, মিল্কী, মায়া, মিনি, আদর, পুষি, জোজো, টুকু, টাইগারসহ নানান নামের বাহারি রংয়ের নিজেদের পোষা তুলতুলে আদরের বিড়াল নিয়ে মাঠে হাজির হয়েছেন বিড়াল প্রেমীরা। নাম ধরে ডাকলেই ঘাড় ফিরিয়ে সাড়া দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে বিড়ালগুলো। একটি বিড়ালের চোখে চশমা। আরেকটি বিড়ালের গলায় ঘণ্টা। পরনে দামি বেল্ট, বাহারি সাজ সজ্জা তো আছেই। কেউ বিড়ালকে আদর করছেন। কেউবা আবার ব্যস্ত সেলফি তুলতে। দেশি-বিদেশি বাহারি জাতের শতাধিক বিড়ালের অংশগ্রহণে মেলার মাঠ আনন্দের আড্ডায় রূপ নিয়েছে।



Post a Comment

0 Comments