Header Ads Widget

Responsive Advertisement

ট্রেনের ভিডিও করতে রেললাইনে, কাটা পড়ে মৃত্যু

 ঢাকার কুড়িল বিশ্বরোডে রেল লাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু হয়েছে।

নিহত ইশতিয়াক আহমেদ রাফিধ রাজশাহী সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন।

রাফিধের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ঘটনার সময় তার সঙ্গে ছিলেন।

 


মুস্তাফিজ বলেন, রাফিধ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

"ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।"

 

Post a Comment

0 Comments