Header Ads Widget

Responsive Advertisement

ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান; বল করতে আর বাঁধা নেই


ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

 

নিষেধাজ্ঞার পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন। প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে। তবে দুবারই তিনি ব্যর্থ হন।  

তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সবশেষ খেলেছিলেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব।

ওই সফরের আগে থেকেই বাংলাদেশ থেকে ব্রাত্য তিনি। কারণ তখন পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।

৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে হওয়া বিপ্লবের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিবের নামে হয়েছে একাধিক মামলা।

ওয়ানডে ফরম্যাটে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সবশেষ বিশ্বকাপে।

Loaded: 9.97%
Remaining Time 11:1২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সবধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননিঅবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই।

Post a Comment

0 Comments