কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের চর শোলাকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের ধারণা, তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।
মাওলানা লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তাঁর স্ত্রী কাছে গিয়ে তাঁকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র : আজকের পত্রিকা
0 Comments